তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা এলাকায় দিন যত গড়াচ্ছে কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ব্রি ৭৫ জাতের ধান। স্বল্প জীবনকালের এই সুগন্ধি যুক্ত চিকন আকারের ধান উৎপাদনে সারের খরচও লাগে কম। ২০ শতাংশ কম সার ব্যবহার করেই ফলানো যায় এই জাতের ধান। আর তাই দিনকে দিন এই ব্রি ৭৫ জাতের ধান চাষে ঝুঁকছেন বাজরাকোনা এলাকার কৃষকরা।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ৭৫ জাতের ধান একটি স্বল্প জীবনকাল সম্পন্ন ধান। এ ধান সুগন্ধি আর ধানের চাল আকারে বেশ চিকন। এই ধানের চাল থেকে ভাত হয় ঝরঝরে। সুগন্ধি ও চিকন জাতের এ ধান বাজারে বেশি দামে বিক্রি হয়। তাই কৃষকদের এ ধান চাষাবাদ করে লাভবান হবার সুযোগ থাকে অন্য ধানের তুলনায় বেশি। তাছাড়া, স্বল্প সময়ে চাষাবাদ করা যায় বলে এ ধান কাটার পর কৃষক রবি শস্যও চাষ করতে পারেন।
বাজরাকোনা এলাকার কৃষক শামসুল আলম ও শিবলু মিয়া। তাঁরা দুই জনই নিজেদের জমিতে ব্রি ৭৫ জাতের এ ধান লাগিয়েছেন। এই দুই কৃষক জানান, আমন মৌসুমের একমাত্র সুগন্ধি চাল এটি। ধান গবেষণা ইনস্টিটিউটের পরামর্শ ও সহায়তা নিয়ে আমরা ব্রি ৭৫ ধান চাষ করছি। উচ্চফলনশীল এ ধান চাষে সার খরচ হয় ২০ ভাগ কম। পাশাপাশি একই জমিতে বছরে ৩ থেকে ৪টি ফসল করা যায়। তাই আমাদের মতো অন্য কৃষকরাও এখন এ ধান চাষে আগ্রহ দেখাচ্ছেন। আগামী মৌসুমে আমরা আরও বেশি করে এ ধান চাষ করবো।
স্বল্প জীবনকাল সম্পন্ন ও আগাম জাতের এ ধান চাষাবাদ করে কৃষক ২ ফসলী জমিকে ৩ ফসলী এবং ৩ ফসলী জমিকে ৪ ফসলী জমিতে রূপান্তর করা যায়। মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামের কৃষকরা এরিমধ্যে ব্রি ৭৫ জাতের এ সুগন্ধি ধান চাষ করতে শুরু করেছেন। বৃদ্ধি পাচ্ছে এ ধান চাষে কৃষকদের আগ্রহের সংখ্যাও বেড়ে চলেছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news