মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর দুই ছাত্রের মধ্যে স্কুলে ঝগড়া হয়,এক পর্যায়ে দুই জনেই মোটামুটি আহত হয়।স্কুল শিক্ষকগন দুই ছাত্রের অভিভাবকদের বলেন বিষয়টি গ্রামের লোকজন নিয়ে মিটমাট করে নেন বাচ্চাদের বিষয় নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো বলে পরামর্শ দেন।
আদাঐর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, মামলা মোকদ্দমা করাটা ঠিক হয়নি দুইটি বাচ্চা খেলা করছিল এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কা ধাক্কি হয় দুই জনেই আহত হয়েছে, তবে তুহিন সম্ভবত একটু বেশি আহত হয়েছে। আমি বলেছি আপনারা মামলায় না গিয়ে গ্রামের লোকজন নিয়ে সমাধান করে পেলেন যেহেতু আপনাদের বাচ্চা একটু বেশি আহত হয়েছে আপনারা চিকিৎসা করেন,তারা আপনাদের চিকিৎসার খরচ অবশ্যই দিতে হবে।তখন উনারা বলেন না আমরা কোন মামলা করব না।এখন শুনতেছি তুহিনের বাবা মামলা করেছেন,এটা ঠিক হয়নি।
গ্রামের বিশিষ্ট মুরুব্বি আনোয়ার হোসেন বলেন,আমরা দুই পক্ষের সাথে কথা বলে বিষয়টি মিটমাট করার জন্য শনিবার সন্ধ্যার পর বসে মিটমাট করে দিব বলে সময় নির্ধারণ করি।বিকেলের দিকে জানানো হয় আজ বসা হবে না।সন্ধ্যার পর শুনলাম তাদের বাড়িতে পুলিশ গেল,মহিলাদের সাথে পুলিশ খারাপ আচরণ ও করেছে এমন কথাও শুনলাম।বিষয়টি খুবই দুঃখজনক।
আহত রিহানের মামা যুবদল নেতা আলফাজ জানান, আমি সিলেট থাকি ঐ জায়গায় ব্যবসা করি ঘটনার সময় আমি সিলেট।অথচ তারা ষড়যন্ত্রকারীদের পরামর্শে অন্যদের সাথে আমাকে ও আসামি করে থানায় মামলা দেয়।খুব জানতে ইচ্ছে করে এখনো কি আওয়ামী স্বৈরাচারী সরকারের শাসনই চলছে??আর না হয় আমি সিলেট মাধবপুরে মামলা হয় আমি কেন আসামি হব?
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news