এম,এ,মান্নান,নিয়ামতপুর
নওগাঁ নিয়ামতপুর উপজেলার ৭নং ইউনিয়ন পরিষদ এর খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।বিতরন হচ্ছে একজন ডিলারের মাধ্যমে।ডিলার মোঃ মাসুদ রানা বলেন চাল বিক্রি খুব সুন্দর পরিবেশে হচ্ছে।
সংবাদমাধ্যম ডিলারের নিকট উপস্থিত হলে যে ওয়র্ডের জনগনকে চাল দেয়া হচ্ছে সে ওয়ার্ডের কোন ইউ,পি সদস্য কে পাওয়া যায় নি।এমনকি কোন চৌকিদার কে ও পাওয়া যায় নি।বেলা আনুমানিক ১০.৪৫ মিনিটে ৪নং ওয়ার্ডের ইউ,পি সদস্য জনাব মোঃ সহিদুল ইসলাম (সেন্টু) উপস্থিত হন।সহিদুল ইসলাম কে কিছু প্রশ্ন করলে তিনি পরিবেশ বান্ধব উত্তর দেন এবং বলেন ডিলার জনাব মোঃ মাসুদ রানা আমাকে অবহিত করেছেন।
চৌকিদার জনাব মোঃ জাইদুল ইসলাম কে প্রশ্ন করতে চাইলে তিনি কোন প্রশ্নের উত্তর দিবেন না।একসময় জাইদুল সংবাদমাধ্যম এর সাথে তর্কে জড়িয়ে যান এটা কেমন ধরনের আচরন এটা জাতি জানতে চাই।চাল নেওয়া জনগনের মধ্যে বলেন আমাদের সেবার জন্য চৌকিদার কিন্তু কেন খারাপ আচরন করবেন?চৌকিদার জনাব মোঃ জাইদুল ইসলাম এক সময় আওয়ামীলীগ দলের সাথে যুক্ত থেকে মানুষ কে মানুষ মনে করেন নি।সেই ধারাবাহিকতায় কি এখন ও সেই হুংকার ছেড়ে যাচ্ছেন এটার একটা ব্যবস্থা হওয়া দরকার।যখন তিনি সংবাদকর্মীর সাথে খারাপ আচরন করেন তখন ৪ নং ওয়ার্ড সদস্য জনাব মোঃ সহিদুল ইসলাম (সেন্টু),ডিলার জনাব মোঃ মাসুদ রানা ও স্থানীয় কিছু ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খাদ্যবান্ধব কর্মসূচীতে সংশ্লিষ্ট চেয়ারম্যান, ইউ,পি সদস্য কাহকে উপস্থিত পাওয়া যায় নি।অনেকক্ষণ পরে একজন ইউ,পি সদস্য ও একজন চৌকিদারের উপস্থিত লক্ষ্য করা যায়।৪ নং ওয়ার্ড ও ৮ নং ওয়ার্ড এর জনগনকে আজ চাল দেওয়া হয়।৪ নং ওয়ার্ড সদস্যকে পাওয়া গেলেও ৮নং ওয়ার্ড সদস্য জনাব মোঃ আনিছুর রহমান কে পাওয়া যায় নি।মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমাকে তারা উক্ত বিষয়ে জানান নি।
এ রকম অনিয়ম যদি থেকেই যায়
তাহলে এত রক্তের বিনিময়ে ২০২৪ নামক স্বাধীনতা অর্জন বৃথা বলে মনে করছেন স্থানীয় জনগন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news