ভোলা প্রতিনিধি
জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে ভোলায় ১ লাখ ১৬ হাজার ৬১৬ জন কিশোরীকে প্রথমবারের মতো বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
এসময় উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোঃ শরীফুল ইসলাম, সিভিল সার্জন মুহাম্মদ মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, ইউনিসেফ বরিশাল ফিল্ড অফিসের জোনাল হেলথ অফিসার ডাঃ মোঃ আহসানুল ইসলাম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ছালেহ উদ্দিন সহ আরো অনেকে।
এসময় জেলা প্রশাসক বলেন বাংলাদেশে নারীদের স্তন ক্যান্সারের পরে ২য় সর্বোচ্চ জরায়ুমুখ ক্যান্সার। তাই এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ু মুখে ক্যান্সার রুখে দিন।
বাংলাদেশ সরকারের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিকভাবে "৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী" এবং "১০ থেকে ১৪" বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে।
ভোলার ৭ উপজেলায় ৫২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ১৬ হাজার ৬১৬ জন শিক্ষার্থীর মাঝে এ টিকাদান প্রদান করা হবে ।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news