তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
সাবেক জাতীয় নেতা, সংসদ সদস্য, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব এ এন এম ইউসুফ মুক্তারের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২শে অক্টোবর) কুলাউড়ার শ্রীপুর বাজারে অবস্থিত এম এ ইউসুফ গনী আদর্শ স্কুল এন্ড কলেজের উদ্যোগে কলেজ হলে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুম এ এন এম ইউসুফ মুক্তারের নাতী এডভোকেট আসিফ আদনান এর সঞ্চালনায় ও মরহুমের ছোট পুত্র এ এন এম আলমের সভাপতিত্বে স্মরনসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মরহুম এ এন এম ইউসুফ মুক্তারের ২য় পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট এ এন এম আবেদ রাজা। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আবেদ রাজা বলেন, মানুষ বেচে থাকে তার কর্মের মাধ্যমে এই বিষয়ে নতুন করে প্রমাণের কিছু নেই।
এ ছাড়াও তিনি উপস্থিত সকলের উদ্যেশ্যে আহ্বান করে বলেন, শিক্ষাই জাতীর মেরুদণ্ড তাই যে কেউ একটি প্রাথমিক বিদ্যালয় অথবা মক্তব নির্মানের উদ্যোগ নিতে বলেন, এমন উদ্যোগে মরহুম এ এন এম ইসুফ মুক্তারের পরিবার সব সময় পাশে থাকবে।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আফজল জিহাদ, লেখক অনুবাদক ও রাজনৈতিক বিশ্লেষক জসিম উদ্দিন আজম, কুলাউড়া উপজেলা বিএনপি একাংশের সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, মরহুম এ এন এম ইউসুফ মুক্তারের নাতী জাভেদ পলক।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন; এম এ গনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা সাবিনা ইয়াসমিন, মোহাম্মদ মোহাতের হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক বদরুল হোসেন খান, লংলা আধুনিক ডিগ্রী কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, কুলাউড়া ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ শাহ-জালাল সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষীকাসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news