মোঃ জসিনুর রহমান,জলঢাকা উপজেলা প্রতিনিধি
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নীলফামারী জেলা কমিটির পক্ষ থেকে জলঢাকা বালাগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাইস্কুল সংলগ্ন কারেন্ট লেগে পড়ে যাওয়া একটি পরিবারকে কিছু আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী প্রতিষ্ঠানের যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আল-আমিন ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন,
জেলা কমিটির উপদেষ্টা আতাউল বারি আপেল,সহ সভাপতি জাহিনুর ইসলাম জীবন,সহ সাধারণ সম্পাদক জসিনুর রহমান, সদস্য আব্দুল আজিজ আদু। যারা আর্থিক সহযোগিতা করেছেন মোঃ এনামুল হক সহ সাধারণ সম্পাদক, আজাদ হোসেন আওলাদ, রাজু মিয়া সোহাগ, সহ কমিটির সদস্যবৃন্দ। জেলা কমিটির উপদেষ্টা বলেন এভাবেই জনসাধারণের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমি। সবাইকে এভাবেই এগিয়ে আসতে হবে, এবং সংস্থার সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন বলেন আজকে একটি বাড়ি পড়ে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হল এ পর্যন্ত কোন আর্থিক সহযোগিতার জন্য হাত বাড়ালো না কেউ, কিন্তু এলাকার জনপ্রতিনিধিরা অনেক আছেন সবাইকে এই পরিবারটার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আল-আমিন ইসলাম বলেন
আমরা এর আগেও অনেক জমা জমি সংক্রান্ত বিষয়ে সহ শুরু করে সর্ব ধরনের আইনি সহতা দিয়ে আসতেছি জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দাদের যারা আমাদের কাছে লিখিত আকারে অভিযোগ বা আবেদন করবেন।
এবং তার পাশাপাশি সর্ব ধরনের সহযোগিতা দিয়ে আসতেছে সংস্থাটি, গরিব অসহায় দুস্থদের মাঝেই। এবং এভাবেই এগিয়ে যাবে আইনী সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন নীলফামারী জেলা কমিটি। সকল ধরনের আইনি পরামর্শ, আইনী সহায়তা
যে কোন বিষয়ে পরামর্শ নিতে আমাদের কাছে আসতে পারেন।
আমরা আপনাদের সেবায় নিয়োজিত।