এম,এ,মান্নান,নিয়ামতপুর
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলাতে শান্তিপূর্ন ভাবে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব সার্বজনিন দূর্গা পূজা অনুষ্ঠিত হয়ে গেল।
২২ আশ্বিন ১৪৩১ বাংলা (৯ অক্টোবর ২০২৪ ইং) রোজ বুধবার, ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়ে ২৫ আশ্বিন ১৪৩১ বাংলা (১২ অক্টোবর ২০২৪ ইং) রোজ শনিবার, মহা নবমী ও বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হয়।অনেক মন্দির কর্তৃপক্ষ শনিবার দিনই বিসর্জন আবার কোন মন্দির কর্তৃপক্ষ রবিবার দিন প্রতিমা বিসর্জন করেছেন।এবারে মহা নবমী ও দশমী একদিন হওয়ায় সনাতন ধর্মাবলম্বী এক দিন কম সময় পেয়েছেন।
এবার নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় মোট ৫৯ টি পূজা মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়েছে।এর মধ্যে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে মোট ৮ টি পূজা অনুষ্ঠিত হয়।ঐতিহ্যবাহী গ্রাম শালবাড়ী ৪ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়।শালবাড়ী বাজার পূজা মন্দির,শালবাড়ী পালপাড়া পূজা মন্দির,শালবাড়ী সরকারবাড়ী পূজা মন্দির,শালবাড়ী কালি মন্দির।এ ছাড়া দারাজপুর(হিন্দুপাড়া) পূজা মন্দির,শ্রীমন্তপুর(বালুকাপাড়া) পূজা মন্দির,কামরপাড়া পূজা মন্দির,ভাতরন্ড লক্ষিতাড়া পূজা মন্দির।
পূজা চলাকালীন সময়ে সব মন্দির কমিটির সাথে কথা বলা হয়েছে।প্রত্যেক পূজা কমিটির সভাপতি সহ সকল সদস্যবৃন্দ নিরাপত্তা নিয়ে সন্তোস প্রকাশ করেছেন।এবারে পূজা মন্দিরে আনসার সদস্য কমপক্ষে ৮ জন করে সার্বক্ষনিক অবস্থান করেছেন এছাড়াও পুলিশ,বাংলাদেশ সেনাবাহিনী,বাংলাদেশ বর্ডার গার্ড সার্বক্ষনিক স্টাইকিং ফোর্স হিসাবে কাজ করেছেন।