ভোলা প্রতিনিধি
মা ইলিশের প্রধান প্রজননের সময়ে ২২দিন পর্যন্ত ইলিশ ধরা নিষেধাজ্ঞা বাস্তবায়নে টহল অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। রবিবার সকালে ভোলার মেঘনা নদীর তুলাতলি,ইলিশা, ভোলার খাল সহ বিভিন্ন পয়েন্টে টহল অভিযান চালায় বাংলাদেশ কেস্টগার্ড দক্ষিণ জোন । এছাড়াও মৎস্যবিভাগ ও পুলিশসহ ৮ টি টহল টিম নদীতে রয়েছে। তবে প্রথমদিন দুপুর পর্যন্ত কোথায় কোন আটকের খবর পাওয়া যায়নি।
ভোলা কোস্ট গার্ডের স্টাফ অফিসার ল্যা. কমান্ডার সালাউদ্দিন রশিদ তারভীর জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক ইলিশ মাছ নিরাপদ প্রজণনের লক্ষে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ নিষিদ্ধ। তাই জেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে অন্যান্য সংস্থার সাথে কোস্টগার্ড সদস্যরাও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। কোস্টগার্ড সূত্রে আরো জানাগেছে, জেলেরা যাতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করতে না পারে সেজন্য সার্বক্ষনিক টহলে অব্যাহত থাকবে। উল্লেখ্য ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বিক্রি ও সংরক্ষণ নিষিদ্ধ। জেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা চলছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news