এম,এ,মান্নান, নিয়ামতপুর
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৪ নং নিয়ামতপুর ইউনিয়ন সংলগ্ন কানইল মৌজায় হরিদাস রবিদাস পিতা. মৃত বনুয়া রবিদাস সরকার বাহাদুরের পত্তন কৃত সম্পত্তি যাহা ১৯৭৯ সালে তার নিজস্ব জমিতে পরিণত হয়।মোঃ এমাজ উদ্দিন,পিতা-ছমির উদ্দিন মন্ডল ১৯৮৪ ও ১৯৯২ সালে দুইটি দলিল করে হরিদাস রবিদাস নিকট জমি ক্রয় করেন।উক্ত সম্পত্তি ১৬.৫ শতক নাতি মোঃ মিজানুর রহমান কে ২০০৩ সালে তা হস্তান্তর করেন।মিজানুর রহমান ও তার দাদা সম্পত্তিতে ইমারত নির্মান করতে গেলে জানুয়ারী /২৪ মোঃ আবেদ আলী দেওয়ান,পিতা-মৃত কবুলতি (ছেলের নামে) ও মোঃ হারেজুল ইসলাম,পিতা-মৃত রহিম বক্স (সাবেক তহসিলদার) তার শাশুড়ির নামে এবং মোঃ মোকলেছুর রহমান পিতা-মৃত মোশাররফ চৌধুরী তার দুই কন্যার নামে উক্ত সম্পত্তি ক্রয় করেছেন এই মর্মে বিবাদের সৃষ্টি হয়।
বিবাদের সৃষ্টি হলে মোঃ মোকলেছুর রহমান নিজে ৪ নং ইউনিয়ন পরিষদে মামলা দায়ের করেন।পরে এ মামলাটি মিজানুর রহমান এর পক্ষে গেলে তিনি আবারও ১৪৪/১৪৫ ধারায় মামলা করেন যা এখনো পেন্ডিং তার শুনানীএখনও হয় নি।
গত ১৩/০৯/২০২৪ মোঃ মোকলেছুর রহমান গং জমিটিতে বাধা প্রদান করেন এবং তা নিয়ামতপুর থানা পর্যন্ত গড়ায় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা উভয় পক্ষের কাগজপত্র আনতে বলে অনেক সময় গড়ার পর মোঃ মোকলেছুর রহমান বলেন সম্পতি মোঃ শরিফ ওরফে শিশ মোহাম্মদ এর।উভয় পক্ষ থেকে অনেক কিছু শোনার পর থানা কর্মকর্তা কোর্টের অপেক্ষায় থাকতে বলেন।
দলিল প্রকাশ্যে আসিলে দেখা যায় পূর্বের পত্তনকৃত সম্পত্তি ভুয়া বা জাল নামজারি তিন জনের নামে করেন।উক্ত ব্যক্তির স্থায়ী ও বর্তমান ঠিকানা খুজে না পাওয়ায় ৪ নং ইউনিয়নের চেয়ারম্যান সে মোতাবেক প্রত্যয়ন পত্র প্রদান করেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news