শফিক রাসেলবিশেষ প্রতিনিধি
হিন্দু ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে ধুম লেগেছে পিরোজপুর জেলার ভান্ডারিয়া সদর উপজেলায়।
দলে দলে পরিবার-পরিজন নিয়ে পূজা মন্ডপে আসতেছেন হিন্দু ধর্মাবলম্বীরা, সাথে অন্যান্য ধর্মের উৎসুক লোকজনও দেখতেও ঘুরতে আসতেছে।
ভান্ডারিয়া সদর উপজেলার ভান্ডারিয়া বন্দরের অনুষ্ঠিতব্য পূজা মন্ডপে। আজ নবমী উৎসবে ঢল নেমেছে জনমানুষের।
আমি পূজা মন্ডপের সভাপতি মহোদয়ের সাথে সার্বিক বিষয়ে কথা বলে জানতে পেরেছি যে, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই, আজ নবমী উদযাপন চলছে।
প্রশাসনিক ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে। বিভিন্ন সময়ে, বিভিন্ন বাহিনীর টহল টীম আসতেছে এবং সার্বিক পরিস্থিতি পর্যলোকন করতেছে।
পূজা মণ্ডপের সভাপতি মহোদয় আমাকে অবগত করেছেন যে, আজ রাতে পিরোজপুর জেলার জেলা প্রশাসক মহোদয় তাদের পূজা মন্ডপে আসবেন।
সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন করবেন। যাতে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে কোন বিশৃঙ্খলা ছাড়াই হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজার কার্যক্রম দশমী পর্যন্ত সমাপ্তি হয়।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news