তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা(ডিবি'র) বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল কাইয়ুম (২৬) এবং মো. কাশেম মিয়া(২৯) নামে দুই'জনকে আটক করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে এএসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে ডিবি'র একটি দল সদর উপজেলার ইসলামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি পরিচালনা করে।
এসময় রাজনগর থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা থেকে দুই'জনকে আটক করা হয়।
ঘটনাস্থলে আটককৃত ব্যক্তিদ্বয়কে তল্লাশি করে তাদের হেফাজত থেকে দুটি পলিব্যাগের ভেতর থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মৌলভীবাজার ডিবি'র অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ”আটককৃত দুই'জন জুড়ী উপজেলার ফুলতলা এলাকার ভারতীয় সীমান্ত থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই ঘটনায় আটককৃত ব্যক্তি দ্বয়ের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আসামি দ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news