মীযান মুহাম্মদ হাসান
কদিন যাবৎ হচ্ছে অতিবৃষ্টি। এই থামে তো, এই নামে। থেকে থেকে হাঁক ছেড়ে গর্জন করে জানান দেয় – আবারও নামবে বৃষ্টি। কখনো কম কখনো বেশি। তাই তো পথ ঘাট বাজার হাট কাদা পানিতে একাকার। স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে।
রাস্তায় জমেছে পানি। খানাখন্দ ও খাল-বিলের বাস্তব চিত্র যেন এক একটা এলাকার রাস্তা ও অলিগলি। হ্যাঁ, এমনই কিছু ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুরের মাইজপাড়ায়।
আশরাফ ভিলা সংলগ্ন চায়ের দোকানের সামনে থেকে শুরু হয়ে মাইজপাড়া চার রাস্তার মোড় পর্যন্ত পুরো রাস্তার চিত্রই যেন ভয়াবহ। হেটে চলাচল অনেকটা দুঃসাধ্য। আর সামান্য বৃষ্টি হলে তো কথাই নেই। এরই মধ্যে বাড়ি ঘর নির্মাণ কাজ চলমান থাকায়, ইট বালু বোঝাই ট্রাক লড়ির চলাচলের কারণেই এমনটা ঘটছে বলে জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক এক মহল্লাবাসী। খুব শীঘ্রই রাস্তাটি মেরামত করা না হলে, কমপক্ষে প্রায় তিন শতাধিক পরিবারের চলাচলের এ রাস্তাটি ব্যবহার উপযোগী থাকবে না বলে ধারণা করা হচ্ছে।