অনলাইন ডেস্ক
ভোলায় পিপিইপিপি-ইইউ প্রকল্পের সিসি কমিউনিটি গ্রুপের সদস্যদের জন্য ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলার জিজেইউএস হল রুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান। তিনি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা এবং ক্লিনিক পরিচালনায় কমিটির ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।
সভায় তিনি বলেন, “কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা প্রাথমিক স্বাস্থ্যসেবা পেতে পারেন এবং কমিটির সদস্যদের এসব সেবা আরও কার্যকরভাবে পরিচালনার জন্য বিশেষ দায়িত্ব পালন করতে হবে।” তিনি ক্লিনিকের ফান্ডিং সংগ্রহ, প্রচারণা বৃদ্ধি, এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. টুম্পা ইসলাম এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) উপ-পরিচালক গোপাল চন্দ্র শীল। সঞ্চালনায় করেন পিপিইপিপি-ইইউ প্রকল্পের টেকনিক্যাল অফিসার (কমিউনিটি মোবিলাইজেশন) মোহাম্মদ মাসুম বিল্লাহ।
এ সভা ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকে এসএফ-এর অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) বাস্তবায়িত পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিম পুওর পিপল প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত হয়।
সভায় কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম এবং ক্লিনিকের উন্নয়নে কমিটির সক্রিয়তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।