মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
পটুয়াখালীতে একটি বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনে জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদল, পটুয়াখালী জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি তার বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে বলেন, দলে কোনো শৃঙ্খলাভঙ্গকারী, চাঁদাবাজ, দখলবাজ এবং অনুপ্রবেশকারীর স্থান নেই। এই নির্দেশনার ভিত্তিতে, সম্প্রতি পটুয়াখালীতে একটি হামলার ঘটনায় যুবদলের তিনজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন যে, অরাজকতা সৃষ্টিকারীরা দলে থাকতে পারবে না।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে দেশে নির্বাচন কমিশন ও প্রশাসন থাকলেও তারা স্বাধীনভাবে কাজ করতে পারেনি। ন্যায়বিচার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা ছিল অনুপস্থিত। তাই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিটি ক্ষেত্রকে সংস্কারের প্রয়োজন রয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শিপলু খান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ফয়সাল এবং সাবেক সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্স ইমন। এছাড়া আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আল-আমীন সুজন এবং দপ্তর সম্পাদক এ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান সহ সকল পর্যায়ের নেতা কর্মিরা।
এই মতবিনিময় সভায় বক্তারা দলের শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করেন এবং যুবসমাজকে দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news