রোকন সরকার, কুড়িগ্রাম
কুড়িগ্রামের উলিপুরে দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে শিক্ষা অফিস ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবক ও স্থানীয়রা।
পদত্যাগ দাবি করে বিক্ষোভ ও মানববন্ধন করা ওই অভিযুক্ত শিক্ষক হলেন উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা ব্যাপারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগম।
রবিবার ৮ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে ওই বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়র ।
বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা জানান, ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে আমাদের যমুনা ব্যাপারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে প্রধান শিক্ষক শরীফা বেগম। আমরা ২০১৪ সালেও তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম স্থানীয় প্রভাবশালীদের। সহযোগিতায় আমাদের প্রতিহত করেছিল। শরীফা বেগম ইচ্ছামত বিদ্যালয়ে যাওয়া আসা করত। সকাল ১২ টার মধ্যেই নিয়মিত বিদ্যালয় ত্যাগ করত শরীফা বেগম। চক স্পর্শ করলে এলার্জি হয় বলে তিনি পাঠদান করতেন না ।বিদ্যালয়ে বরাদ্দকৃত স্লিপের অর্থ আত্মসাৎ,বিদ্যালয়ের টিন, গেটের গ্রীলসহ সকল পুরাতন অবকাঠামো বিক্রয় ,বিগত বছরের সকল ক্লাসে পরীক্ষায় ৮০% প্রশ্ন কমন দেয়া ও পরীক্ষা চলাকালীন বোর্ডে এবং স্ব স্ব শিক্ষার্থীদের উত্তরপত্র প্রদান,ক্লাস পরিচালনায় ত্রুটি বিচ্যুতি, লেট প্রেজেন্ট, ছুটির কারণসহ কোনো ধরণের অনিয়ম এর সম্পূর্ণ দায়ভার প্রধান শিক্ষকেই নিতে হবে। আমরা তার পদত্যাগ দাবি করছি।এসময় বিক্ষোভকারীরা শরিফা হটাও যমুনা স্কুল বাঁচাও স্লোগান দেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক শরিফা বেগমের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতেমা তোকদার (ভারপ্রাপ্ত) বলেন, এ বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে রিপোর্ট ঢাকায় পাঠানো হবে। সেখান থেকে যে পদক্ষেপ গ্রহণ করবে সেটা বাস্তবায়ন করা হবে ।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news