ভোলা প্রতিনিধি
ভোলার মেঘনা নদীর বঙ্গের চর থেকে দেশীয় অস্ত্র,গোলাবারুদ ও নগদ টাকা সহ দুই ডাকাতকে আটক করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোন।
এ ব্যাপারে আজ দুপুরে কোস্টগার্ড কার্যালয়ে সংবাদ সম্মেলন করেণ, লেঃ কমান্ডার সালাউদ্দিন রশীদ তানভির।
জানাগেছে, গত কাল ২ সেপ্টেম্বর রাত ১০টা থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত ভোলা সদর উপজেলাধীন মেঘনা নদীতে বঙ্গের চর এলাকায় কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর (বাহাদুর) ও তার সহযোগী ইকবালকে আটক করা হয়।
আটক ব্যাক্তিদের থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড তাজা গোলা,২০টি বিভিন্ন দেশীয় অস্ত্র ও নগদ ১লক্ষ পনের হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক ডাকাতগন ভোলা সদর উপজেলাধীন ধনিয়া ৭নং ওয়ার্ড এবং চরমনিষা ৬নং ওয়ার্ড এর বাসিন্দা। পরবর্তীতে আটককৃত ডাকাত এবং জব্দকৃত অস্ত্রসহ সকল আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news