ডেস্ক রিপোর্ট
পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের পূর্ব পারকার্তিকপাশা গ্রামে পূর্বশত্রুতার জেরে নজরুল ইসলামের বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২৪ আগস্ট) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গত ৫ আগস্ট বিকেলে সিদ্দিকুর রহমান, মামুন হাওলাদার, শহিদুল বয়াতি, সাইফুলসহ ১০-১২ জন দুর্বৃত্ত তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে নজরুল ইসলামের পানের বরজে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং পরে তাদের বসত ঘরও পুড়িয়ে দেয়। নজরুল ইসলামের ভাইকে মারধর করে তার হাত-পা ভেঙে দেয়। হামলাকারীদের ভয় দেখানোর কারণে তারা এখনো বাড়িতে ফিরতে পারছেন না।
মানববন্ধনে ভুক্তভোগী রাশিদা বেগম বলেন, "আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। এখন আমাদের মাথা গোঁজার জায়গা নেই। সন্তানদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমরা সন্ত্রাসীদের বিচার চাই।"
এ ঘটনায় নজরুল ইসলাম আদালতে মামলা করেছেন এবং থানায় তদন্তের জন্য অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার দাবি করেছেন এবং প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার প্রার্থনা করেছেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news