ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে আজ নতুন মহাপরিচালক (ডিজি) রোবেদ আমিনের নিয়োগ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে হেনস্তার শিকার হন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকালে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, নতুন ডিজি রোবেদ আমিন, এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ডিএনসিসি হাসপাতালে একটি বৈঠকে যোগ দেন। বৈঠক চলাকালীন, ড্যাবের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সহকারে হাসপাতালে প্রবেশ করে এবং নতুন ডিজি ও এডিজির পদত্যাগের দাবি জানায়।
বিক্ষোভকারীরা বৈঠকের কনফারেন্স রুমে ঢুকে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় চরম হট্টগোল, যা এক পর্যায়ে বৈঠক পণ্ড করে দেয়। স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমকে ঘিরে বিক্ষোভের মাত্রা এতটাই বাড়তে থাকে যে তাঁর নিরাপত্তা হুমকির মুখে পড়ে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন ছাত্রনেতা আখতার হোসেনসহ অন্যরা।
একঘণ্টা ধরে চলা এই বিক্ষোভের মধ্যে কয়েকবার ড্যাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার চেষ্টা করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। শেষে, সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যার পর স্বাস্থ্য উপদেষ্টা ও অন্যান্য কর্মকর্তারা হাসপাতাল ছাড়েন। বিক্ষোভকারীদের কয়েকজনকেও তাঁদের সাথে হাসপাতাল ত্যাগ করতে দেখা যায়।