ভোলা প্রতিনিধি
ভোলা নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল আল মামুন বলেছেন, জনসাধারন ও সরকারি স্থাপনা রক্ষায় বাংলাদেশ নৌ বাহিনী নিরোলসভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় ভোলার আইন শৃঙ্খলা রক্ষায় নৌ বাহিনী কঠোর অবস্থায় রয়েছেন।
মঙ্গলবার বেলা দুপুরে দিকে ভোলা মডেল থানাসহ বিভিন্ন থানা পুলিশের কার্যক্রম পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সাংবাদিকতের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভোলা জেলার সকল থানার কার্যক্রম স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে নৌ বাহিনী কাজ করছেন। যার কারণে সোমবার থেকে ভোলা জেলার ১০ টি থানা ও ১০ টি পুলিশ ফাঁড়ির ও ট্রাফিক পুলিশের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
এছাড়াও তিনি আশা করছেন পুলিশ
সততার ও নিষ্ঠার সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করবে।
এরআগে ভোলা নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল আল মামুন নেতৃত্বে নৌ বাহিনীর সদস্যারা ভোলা মডেল থানা, দৌলতখানসহ বিভিন্ন থানা পরিদর্শন করেন। মতবিনিময় সভায় এসময় উপস্থিত
ছিলেন, ভোলা পুলিশ সুপার মো: মাহিদুজ্জামানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news