ভোলা প্রতিনিধি
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ চর মদনপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মদনপুরের পাটোয়ারী বাজারে এ আলোচনা সভার আয়োজন করেণ, ভোলা জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্ব জামাল উদ্দিন চকেট।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জামাল উদ্দিন চকেট বলেন, হাজার হাজার শহিদদের রক্তের বিনিময়ে আওয়ামীলীগ সরকারের পতন ঘটেছে। এসকল শহিদ ভাইদের আমরা কখনো ভুলে যাবো না। তাদের মর্যাদা রাখতে হলে আমারা সকলে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। আমরা এমন কোন কাজ করবো না যাতে শহিদ ভাইদের অমর্যাদা হয়।
তিনি আরো বলেন, এ মদন পুরে কোন প্রকার সন্ত্রাসী, অসামাজিক ও অনৈক কাজ চলবে না। আমি জানি বিগত দিনে আপনারা অনেক লাঞ্চিত ও বঞ্চিত হয়েছেন, কিন্তু এখন সুযোগ পেয়ে কেউ কোন প্রকার প্রতিশোধ নিতে যাবেন না। আপনারা যদি এ দেশকে ভালোবাসেন, হাজার হাজার শহিদদেরকে ভালোবাসেন তবে শান্ত থাকুন। কেউ কোন প্রকার খারাপ কাজ করবেন না।তিনি আরো বলেন, আমি শুনেছি সরকার পতনের পর পর চর মদনপুরে আমার প্রতিপক্ষের একটি সন্ত্রাসী চক্র আমি ও আমার লোকজনের বদনাম কারার জন্য বিচ্ছিন্ন কয়েকটি সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে। যে ঘটনার সাথে আমি ও আমার লোকজন জড়িত না। আমি গত ২৫ বছর যাবাৎ মদনপুরবাসীকে আমার সাধ্য মতো সেবা দিয়ে এসেছি। বর্তমানে দেশের এ অবস্থায় আমি তাদেরকে সর্বোচ্চ সু-রক্ষা দিয়ে রাখবো এটাই আমার অঙ্গীকার।