ডেস্ক রিপোর্ট
ছাত্র-জনতার গণঅভ্যুল্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগোত্তর দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ও বিভিন্ন মতের মানুষদের বাড়িঘরে হামলা ও লুটপাট এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আবারও সোচ্চার হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। এ ধারাবাহিকতায় পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কোটা বিরোধী আন্দোলনের সাথে জড়িত সাধারণ শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (৮আগস্ট) বিকেল ৫টায় পটুয়াখালীর সরকারি মহিলা কলেজ সংলগ্ন সিঙ্গারা পয়েন্ট এলাকার প্রধান সড়কে মানববন্ধন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঘন্টাব্যাপী এ মানববন্ধনের পরে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা আন্দোলন করেছি যে জন্য সে ব্যাপারে আমরা সম্পূর্ণ সফল হয়েছি। আমরা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে সক্ষম হয়েছি। তবে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ভাংচুর ও লুটপাট চলছে। যেখানে সাধারণ শিক্ষার্থীরা মানে আমরা দেশকে সাজাতে ব্যস্ত সেখানে একটি মহল দেশকে অস্থিতিশীল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের সকল হিন্দু সকল মুসলমান সকল বৌদ্ধ ও খ্রিস্টান সবাই ভাই ভাই সবাই বাঙালী। বৈষম্যতার কোন ঠাঁই নেই এদেশে। আমরা বৈষম্যতা বিরোধী আন্দোলনের সবাই দেশের বর্তমান পরিস্থিতির মোকাবেলা করতে ও সকল সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সব সময় প্রস্তুত রয়েছি।
এছাড়াও শিক্ষার্থীরা শহরের বিভিন্ন স্থানের দেয়ালে বিভিন্ন প্রতিকৃতি অংকন করে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news