ডেস্ক রিপোর্ট
সাম্প্রতিক পটুয়াখালীতে সংঘটিত হামলা, ভাংচুর এবং লুটপাটের ঘটনায় জেলা ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শামীম চৌধুরী ও সদস্য সচিব মোঃ জাকারিয়া।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হেতালিয়া বাঁধঘাট বাজার এলাকায় জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারা এসব কথা বলেন। শামীম চৌধুরী বলেন, "পটুয়াখালীর বিভিন্ন জায়গায় হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটেছে, কিন্তু তাতে ছাত্রদলের কেউ জড়িত নয়। এই মিথ্যা প্রচারণার পেছনে রয়েছে স্থানীয় আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী, যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।"
শামীম চৌধুরী আরও বলেন, "ফ্যাসিষ্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর যে কোনো সামাজিক বিরোধকে ছাত্রদল ও বিএনপির ওপর চাপানোর চেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি কোনো ছাত্রদলের নেতাকর্মী এমন ঘটনার সাথে জড়িত থাকে, তবে আমরা তার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা নেবো।"
সদস্য সচিব মোঃ জাকারিয়া বলেন, "আওয়ামী লীগের কিছু গুপ্ত সন্ত্রাসীরা এসব হামলা ও লুটপাটের সঙ্গে জড়িত। শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পর এখন আমাদের সামনে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি এই কাজে অংশগ্রহণের জন্য।"
এ সময় পটুয়াখালী জেলা ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ ছাত্ররা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news