ডেস্ক রিপোর্ট
দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে এইচএসসি ও সমমান পরীক্ষা বারবার স্থগিত হওয়ার ঘটনা নতুন নয়। আজ বৃহস্পতিবার (১ আগস্ট), আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, আগামী ১০ আগস্ট পর্যন্ত এই পরীক্ষা স্থগিত থাকবে। ফলে নতুন সময়সূচি অনুযায়ী ১১ আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে।
গত ৩০ জুন শুরু হওয়া এইচএসসি পরীক্ষা বারবার বাধাগ্রস্ত হয়ে আসছে। কোটা সংস্কার আন্দোলনের জেরে সৃষ্ট অস্থির পরিস্থিতির কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১১ আগস্ট থেকে শুরু হওয়া নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে।
এর আগে ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
দেশের শিক্ষাব্যবস্থা ব্যাহত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। আশা করা যায়, শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং পরীক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পরীক্ষা সম্পন্ন করতে পারবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news