ডেস্ক রিপোর্ট
আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব এবং টিকটক চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী, চার সচিব এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানান, বুধবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম চালুর বিষয়ে বিস্তারিত জানানো হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করা হয়েছিল এবং সরকার ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিল। সহিংসতা দমনে সরকারের পদক্ষেপের ফলে ২২ জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং ক্রমেই কারফিউ শিথিল করা হয়।
সরকার ফেসবুক, ইউটিউব এবং টিকটককে চিঠি দিয়ে ৩১ জুলাই বিটিআরসি-তে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিল। জুনাইদ আহমেদ পলক জানান, ফেসবুক ও ইউটিউব এখনো কোনো সাড়া দেয়নি। তবে টিকটক সরকারের চিঠির বিপরীতে মেইল পাঠিয়ে প্রতিউত্তর দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ব্যবহার পুনরায় শুরু হলে জনগণের মধ্যে যোগাযোগ বাড়বে এবং সংবাদ প্রচারের ক্ষেত্রে সুবিধা হবে বলে ধারণা করা হচ্ছে। দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে এবং সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে।
এই সিদ্ধান্ত দেশের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এর প্রভাব ব্যাপক হতে পারে। দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news