ভোলা প্রতিনিধি
“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনের বিচ্ছিন্ন চরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষ রোপন কর্মসূচী এ সুফল প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরের ৩৫ হাজার সিডলিং কিঃ মিঃ সড়ক বাগান সৃজনের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে বন বিভাগ শশীগঞ্জ দৌলতখান রেঞ্জ এর আয়োজনে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের বিচ্ছিন্ন চর মোজাম্মেল এর বিভিন্ন যায়গায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপনের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো মনিরুজ্জামান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ,ভাইস চেয়ারম্যান আমিন মহাজন, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।