নলছিটি প্রতিনিধি,অরবিন্দ পোদ্দার
ঝালকাঠির নলছিটিতে দৈনিক যুগান্তরের প্রকাশক বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুল'র চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছ।
স্মরণ সভায় বক্তরা বলেন তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা মানুষ। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি আমৃত্যু নিরলস ভাবে কাজ করেছেন। দেশের দেশের সংবাদ মাধ্যমে তিনি ছিলেন একটি উজ্জল নক্ষত্র। যুগান্তর পত্রিকা বের করে মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর হাত ধরে প্রকাশিত যুগান্তর আজ দেশসেরা পত্রিকার মধ্যে অন্যতম একটি।
নুরুল ইসলাম বাবুল মুক্তিযুদ্ধে যেমন ভূমিকা রেখেছিলেন, ঠিক তেমনি দেশের অর্থনৈতিক মুক্তির জন্যও কাজ করেছেন। তাঁর প্রতিষ্ঠিত অসংখ্য প্রতিষ্ঠানে দেশের লক্ষ লক্ষ মানুষ কাজ করে জীবীকা নির্বাহ করছেন।
১৩ জুলাই শনিবার বেলা সাড়ে ১১টায় ঝালকাঠির নলছিটি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত যুগান্তরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলামের চতুর্থ মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় এসব কথা বলেন বক্তারা।
স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান। বিশেষ অতিথি ছিলেন নলছিটি মুক্তিযুযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার পৌর কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ ও নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম আখতারুজ্জামান বাচ্চু।
নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিলন কান্তি দাসের সঞ্চালনায় এতে বক্তব্য দেন আমাদের পত্রিকার জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন মনু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মামুন তালুকদার, এনটিভির স্টাফ রিপোর্টার কে এম সবুজ ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউসুফ আলী তালুকদার, ৭১ টিভির উপজেলা প্রতিনিধি হাসান আরেফীন, ইত্তেফাক প্রতিনিধি শরীফুল ইসলাম পলাশ, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি মশিউর রহমান খান, যায়যায় দিন প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রিপন, সাংবাদিক আমির হোসেন, নাগরিক ভাবনা পত্রিকার প্রতিনিধি মাহাবুবুর রহমান তালুকদার, দক্ষিণাঞ্চল পত্রিকার প্রতিনিধি মশিউর রহমান রাসেল, ভোরের অঙ্গীকার পত্রিকার প্রতিনিধি শাকিল খলিফা, আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি মো. আমিন হোসেন, ভোরের বানী পত্রিকার প্রতিনিধি অরবিন্দ পোদ্দার তপু প্রমুখ।
স্মরণ সভা শেষে যুগান্তর প্রকাশক নুরুল ইসলামের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন নলছিটি ইসলামীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বাহাউদ্দীন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news