লক্ষ্মণ রায়,দেবীগঞ্জ পঞ্চগড়
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মশিউর রহমানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
এজাহার সূত্রে জানা যায়, সোনাহার বাজারস্থ তালিমুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসায় চাকরি করেন মেহেবুবা আক্তার মিম এবং ৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান ঐ প্রতিষ্ঠানের অধ্যক্ষ।গত ১৬/৫/২০২৪ইং তারিখ রোজ বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৩ ঘটিকার সময় চেয়ারম্যানের নিজ কার্যালয় তথা ইউনিয়ন পরিষদে মেহেবুবা আক্তার মিম কে ডেকে এনে শ্লীলতাহানির চেষ্টা করেন।
গত ৮/৭/২০২৪ ইং তারিখে মেহেবুবা আক্তার মিম বাদিনী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয় এবং এলাকাবাসী চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার মানববন্ধন করেন।
এই মানববন্ধনে উপস্থিত ছিলেন, এলাকা গন্যমান্য ব্যাক্তিবর্গ, ইউপি সদস্যবৃন্দ ও সাধারন জনগন।
সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্যা মোছা.সাজেদা বেগম বলেন,"চেয়ারম্যান মশিউর রহমানের উপর আনিত শ্লীলতাহানির মামলার তীব্র প্রতিবাদ জানাই।উনি একজন সৎ মানুষ। এমন কাজ উনি কখনোই করতে পারেন না। আজ পর্যন্ত ওনার মুখে একটিও অশ্লীল কথা শুনি নাই।এই মামলা ষড়যন্ত্রমূলক"।
সোনাহার বাজারের ব্যাবসায়ী মহিউদ্দিন ইসলাম বলেন,"চেয়ারম্যান মশিউর রহমানের বাড়ি এবং আমার বাড়ি পাশাপাশি। ছোটবেলা থেকেই দেখে আসছি।উনি এইরকম চরিত্রের মানুষ না।ওনার দ্বারায় এই রকম কাজ হতে পারে না। ওনার মতো চরিত্রবান মানুষ কোন নারীর শ্লীলতাহানি করতে পারে না।এই বানোয়াট মামলা প্রত্যাহার চাই।"
৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রশিদুল ইসলাম বলেন, "চেয়ারম্যান মশিউর রহমানকে আমরা চিনি এবং খুব ভালো করেই চিনি।উনি সকল মহিলাদের খুবই সন্মানের চোখে দেখেন।আজ পর্যন্ত শুনি নাই উনি কোন মা-বোনকে অশ্লীল কথা বলেছেন এবং আজ পর্যন্ত কোন মা-বোনও ওনার বিরুদ্ধে কোন অভিযোগ করেন নাই।এই মামলা ষড়যন্ত্রমূলক ও বানোয়াট।।
বিশিষ্ট স্বেচ্ছাসেবক মোঃ আলামিন খন্দকার বলেন," এই মামলা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক।বাদিনীর স্বামী ফারুকের সাথে চেয়ারম্যানের একটি জমি সংক্রান্ত মামলা আছে।জমি সংক্রান্ত মামলায় ফায়দা নেওয়ার জন্য এই ষড়যন্ত্র সৃষ্টি করে।আমরা তীব্র প্রতিবাদ ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী জানাই।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news