মোঃ মাসুদ রানা সোহাগ,দোয়ারাবাজার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদরের পাশের আজমপুর এলাকায় সুরমা নদী পার হতে গিয়ে নৌকা ডুবে শিশুসহ তিন জন নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন নৌকার মাঝিসহ ৪ জন। নিখোঁজরা হলেন, আজমপুর আশ্রয়ন প্রকল্পের আইনুল মিয়ার স্ত্রী জ্যোৎস্না বেগম (৩৫) ও দেড় বছরের মেয়ে হাফিজা বেগম, প্রতিবেশি মৃত নুর আলীর স্ত্রী গুল বিবি (৭০)। নিখোঁজ তিনজনই আজমপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।
আহতরা হলেন, আইনুল মিয়ার মেয়ে হাফজা বেগম, গুলবিবির ছেলে জমির হোসেন ও পুত্রবধু জিবারুন নেছা ও নৌকার মাঝির নাম তোফায়েল আহমেদ পিতা মহিবুর সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সকালে আশ্রয়ন প্রকল্প থেকে আইনুল মিয়া স্ত্রী ও প্রতিবেশিরা ছোট নৌকা নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে দোয়ারাজার উপজেলা সদরে যাচ্ছিলেন। নদীর মাঝে হটাৎ করে ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়রা নৌকার মাঝিসহ চারজনকে উদ্ধার করে। তবে শিশুসহ তিনজন নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও দোয়ারাবাজার থানার পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায় নি। নিখোঁজদের স্বজনরা নদীপাড়ে অপেক্ষায় ভীড় করছেন।
সুনামগঞ্জ দোয়ারাবাজারের ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হান্নান জানান,' সুরমা নদী পাড় হওয়ার সময় নৌকা ডুবিতে তিনজন নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে উদ্ধার অভিযান শুরু করেছি। তবে এখনও কোন সন্ধান পাওয়া যায় নি।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news