মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
দেশের প্রতিটি বিভাগীয় শহরে মেট্রোরেল চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৯ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকায় মেট্রোরেলের চালু হওয়ার পর থেকে শহরের যানজট অনেকাংশে কমে এসেছে। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে, যা প্রতিদিন প্রায় দুই লাখ ৪০ হাজার যাত্রী পরিবহন করে। বিশেষ করে মেয়েদের জন্য এটি একটি নিরাপদ যান হিসেবে পরিগণিত হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, ঢাকা ম্যাস ট্রানজিট প্রকল্পের অধীনে ঢাকায় ছয়টি রুটে মেট্রোরেল নির্মাণ কাজ চলছে, যার মধ্যে একটি রুট ইতোমধ্যে চালু হয়েছে। তিনি বলেন, "ইতোমধ্যে আমরা চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের জন্য সার্ভে করছি। আমি থাকতে থাকতে প্রতিটি বিভাগীয় শহরে মেট্রোরেল হেড কোয়ার্টারের সঙ্গে সংযুক্ত করে দিয়ে যাবো, যাতে দেশের মানুষ দ্রুততম সময় যানজটমুক্ত হয়ে চলাচল করতে পারে।"
২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করেন। এরপর ২০২৩ সালের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করা হয়। বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করছে এবং পিক আওয়ারে প্রতি আট মিনিট পরপর ট্রেন ছেড়ে যাচ্ছে। কর্তৃপক্ষ এই সময়সূচীকে কমিয়ে পাঁচ মিনিট করার প্রচেষ্টা করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানান, ঢাকার পাশে আরও পাঁচ জেলার সঙ্গে মেট্রোরেলের সংযোগ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি বিভাগীয় শহরে আধুনিক ও নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news