নাজিরপুর প্রতিনিধি
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পশ্চিম বুইচাকাঠী গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক শামসুল হক হাওলাদার দীর্ঘ ৬ ছয় বছর প্যারালাইসড রোগে আক্রান্ত হয়ে বিছানায় শায়িত কোন প্রকার নড়াচড়া করতে পারেনা এই সুযোগে এলাকার একটি কুচক্রী মহল ফুলজান বিবি ও তার ছেলেরা পেশি শক্তি প্রয়োগ করে শামসুল হক হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার দলিল মূলে মালিক বিএস রেকর্ডিয় সম্পত্তি ৭২ শতাংশ ভোগ দখলিয় জমি দখলের চেষ্টা করে আসছে।
গ্রামের বাসিন্দা রেজাউল শেখ জানান- অবসর প্রাপ্ত শিক্ষক শামসুল হক একজন নম্র ভদ্র এবং ভালো মানুষ তিনি দীর্ঘ কয়েক বছর প্যারালাইসড রোগে আক্রান্ত আমরা সকলেই জানি তারপরও ফুলজান বিবি বাদী হয়ে মিথ্যা মামলা দিয়ে তার মাদকাসক্ত ছেলেদের দ্বারা তার জমি দখলের চেষ্টা করে ত্রাসের সৃষ্টি করছে তাদের জন্য আমরা এলাকাবাসী আতঙ্কিত। অবসর প্রাপ্ত শিক্ষক শামসুল হকের ছোট ছেলে সাঈদ বলেন- আমার বাবা প্যারালাইসড রুগী আমরা দুইভাই ঢাকায় চাকুরি করি গ্রামের বাড়িতে কেহ না থাকার সুযোগে আমার বাবা ও চাচার নামে দলিল,রেকর্ড সবিই থাকার পরও মিথ্যা মামলা দিয়ে হয়রানি জমি দখলের চেষ্টা করে আসছে। বাবার রোপিত গাছপালা জোর পূর্বক নেওয়ার চেষ্টা করছে।
মামলার নথিতে দেখা যায় অবসরপ্রাপ্ত শিক্ষক প্যারালাইসড রোগীকে এক নম্বর আসামি করা হয়েছে এবং বলা হয়েছে তিনি জোর পূর্বক ফুলজান বিবির দখলে থাকা গাছপালা কর্তন করেছে কিন্তু সরেজমিনে এর কোন সত্যতা পাওয়া যায়নি। এলাকাবাসীর প্রশ্ন একজন প্যারালাইসড রুগী কি করে অন্যের গাছপালা কর্তন করতে পারে এর দ্বারা বোঝা যায় মামলাটি সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কাল্পনিক।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news