ডেস্ক রিপোর্ট
বরগুনার আমতলীতে একটি মর্মান্তিক দুর্ঘটনায় সেতু ভেঙে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস খালে পড়ে যাওয়ার ফলে ১০ জন বরযাত্রী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। আজ শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার ব্রিজ হলদিয়া হাট নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন।”
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিয়ের উদ্দেশ্যে মাইক্রোবাসটি সেতু পার হচ্ছিল। হঠাৎ সেতুটি ভেঙে গেলে মাইক্রোবাসটি খালে পড়ে যায়। এতে খালে ডুবে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধার তৎপরতা চলছে।
উল্লেখ্য, এই দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজে অংশ নেন। ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ পরিচালনা করছেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানিয়ে উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া সেতুটির ভঙ্গুর অবস্থার কারণে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।