স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে নিষিদ্ধ চেতনানাশক হ্যালোসিন ওষুধটি যেখানেই পাওয়া যাবে সেখানেই তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের একটি সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, অস্ত্রোপচারের সময় রোগীকে অচৈতন্য করার জন্য নিষিদ্ধ চেতনানাশক হ্যালোথেন গ্রুপের ওষুধ হ্যালোসিনের ব্যবহার, উৎপাদন, বিপণন ও বিক্রি সম্পূর্ণ বেআইনি ঘোষণা করা হয়েছে। এর ব্যবহার করা যাবে না।
মন্ত্রী জানান, ঢাকায় এই ওষুধের বিক্রির দায়ে ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, "এটির উৎপাদন, বিপণন ও বিক্রি বন্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। মানুষের জীবন নিয়ে খেলতে দেয়া হবে না।"
নিষিদ্ধ এই চেতনানাশক ওষুধ ব্যবহার করলে সংশ্লিষ্ট ক্লিনিক/হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, "এটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আসল নাকি নকল, তা দেখা হবে না। ব্যানড মানেই ব্যানড।"
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবিরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news