আবু মাহাজ, ভোলা
ঘূর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্থদের ঘর পরিদর্শন ও ত্রাণ সহায়তা প্রদান করলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান – উজ্জামান।
গত ২৭ মে ঘূর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্থ হয়েছে দ্বীপ জেলা ভোলার বিভিন্ন উপজেলা। এরমধ্যে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক ঘরবাড়ি, তলিয়ে গিয়েছে মাছের ঘর,পুকুর সহ আউশ ধানের বীজতলা।
শুধু তাই নয় উপজেলার সাচরা ৬ নং ওয়ার্ডের ওয়ালিউল্লাহ পঞ্চায়েত এর ছেলে মোঃ জাহাঙ্গীর পঞ্চায়েত (৫৪) গাছের ডাল ভেঙে পরে মারা যায়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান – উজ্জামান উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্থ হওয়াদের ঘর পরিদর্শন করে তাদের খোঁজ খবর নেন এবং ত্রান সামগ্রী বিতরণ করেন।
ত্রান সামগ্রীর মধ্যে ছিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া খাদ্য সামগ্রীর প্যাকেট, ইউনেসিফ কতৃক দেওয়া হাইজিনকীট সামগ্রী।
এ-সময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইমরান জাহিদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মাহফুজুর রহমান , যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, বোরহানউদ্দিন প্রেসক্লাবের সদস্য আনন্দ টিভি ও দৈনিক সংবাদ সকাল পত্রিকার সাংবাদিক মোঃ মহিউদ্দিন আজিম সহ আরও অনেকে।