সোহাগ হাওলাদার, সাভার,ঢাকা
ঢাকার সাভারে দ্যা ডেইলি স্টার পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট ও নাগরিক টেলিভিশন এর সাভার প্রতিনিধি সাংবাদিক আকাশ মাহমুদের ওপর হামলার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ঘটনার দিন রাতেই মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই সাংবাদিক।
মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ১০ টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ। এরআগে গতকাল রাতে সাভারের ব্যাংক কলোনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার খালিশপুর এলাকার জাকির হোসেনের ছেলে মো. মনির হোসেন (৩৪) ও লক্ষ্মীপুর জেলার চন্দনগঞ্জ থানার আবুল হোসেনের ছেলে বাবুল (৩৪)। তারা দুই জনই সাভারের ব্যাংক কলোনী এলাকায় বসবাস করতেন। মুলত এই দুই জন ঘটনার দিন সাংবাদিকের ওপর হামলার নেতৃত্ব দিয়েছেন বলে জানা গেছে।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৬ মে কাতলাপুরের বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড কারখানা দখলের খবর পেয়ে ঘটনাস্থলে যান আকাশ। সেখানে কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের বের করে দিয়ে দখলের পর সিসি ক্যামেরা ভাঙচুর করে দখলকারী। এসময় সিসি ক্যামেরা ভাঙচুরের ভিডিও ধারন করায় দখলকারীরা সাংবাদিক আকাশ মাহমুদের ওপর অতর্কিত হামলা করে মোবাইল ছিনিয়ে নেয়। খবর পেয়ে অন্যান্য সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে এনাম মেডিকেল ও তার পর রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করেন। হামলায় সাংবাদিক আকাশের চোখের কর্ণিয়ায় মারাত্মক জখম হয়।
এব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, হামলার ঘটনায় মামলা দায়ের করা হলে গতকাল রাতে দুইজনকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ড চেয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news