গোপাল হালদার, পটুয়াখালী
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রেক্ষিতে উপকূলীয় জেলা পটুয়াখালীর সাধারণ মানুষের মাঝে সচেতনতার জন্য মাইকিং ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা।
শনিবার (২৫ মে) সকাল ৯টায় পটুয়াখালীর মহিপুর এলাকায় এ জনসচেতনতায় মাইকিং ও লিফলেট বিতরণ করছেন তারা।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশিদ বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপটি ক্রমান্বয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবার পূর্বাভাস রয়েছে। এরূপ প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলের জনগণ, মৎস্যজীবী ও নৌযান সমূহকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চলে জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালী জেলার বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের স্টেশন এবং আউটপোস্ট সমূহ মাইকিং ও লিফলেট বিতরণ করছে। ঘূর্ণিঝড়ের বিপদজনক পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য নিকটবর্তী সাইক্লোন সেল্টার স্টেশনে আশ্রয় গ্রহণের প্রস্তুতির জন্য সকলকে সচেতন করা হচ্ছে।
এমন পরিস্থিতে পটুয়াখালী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।
তিনি জানান, জেলার ৭০৩ টি সাইক্লোন শেল্টার, ব্যবহারযোগ্য ৩৫ টি মুজিব কিল্লায় বিদ্যুৎ ও সুপেয় পানি, পর্যাপ্ত মেডিকেল টিম, দরকারি ঔষধ এবং শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে। অরক্ষিত ও দুর্বল বেড়িবাঁধ জরুরি মেরামত, সকল মানুষের কাছে সতর্ক বার্তা পৌঁছে দিতে ৮৭৬০ জন উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেক প্রস্তুত রাখা হয়েছে।
ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার জন্য নগদ ২৪ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা এবং ত্রাণের জন্য ৭৩০ মেট্টিক টন চাল মজুদ রাখা হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news