ঢাকা মহানগরীতে অটোরিকশা চালকদের বিক্ষোভে রবিবার সকালে রাজধানীর আগারগাঁও ও মিরপুর ১০ নম্বর এলাকায় চরম অবস্থার সৃষ্টি হয়েছে। অটোরিকশা বন্ধের প্রতিবাদে অটোরিকশা আন্দোলনকারীরা মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনটিকে সম্পূর্ণ অবরোধ করে দেন।
প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য মতে, ভোর সাড়ে ১০টার দিকে বিক্ষোভকারী অটো চালকরা মেট্রো স্টেশনের সিঁড়ির প্রবেশপথে তালা দিয়ে বন্ধ করে দেয়। এতে করে অনেক অফিসগামী যাত্রী স্টেশনের ভেতরেই আটকে পড়েন।
এদিকে বিক্ষোভকে সামাল দিতে মেট্রো রেল পরিচালনা কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দেয়। একই সাথে বিক্ষোভকারীদের আবেদন শুনে ও সমাধানের পথ খোঁজার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
বিক্ষোভকারী অটোরিকশা আন্দোলনকারীরা অটোরিকশা বন্ধের নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এখনও বিক্ষোভ অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।