বাংলাদেশে এখনও গ্রীষ্মের দাপট থেকে মুক্তি মিলেনি। দেশের প্রায় অর্ধেকের বেশি জেলায় তাপপ্রবাহের ছোঁয়া লেগেছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
দেশের ৫৮টি জেলায় এই তাপপ্রবাহের প্রভাব পড়েছে বলে অধিদপ্তর জানিয়েছে। বুধবার দিনাজপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকাতেও পারদ উঠেছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি পর্যন্ত। দেশব্যাপী জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতিও বিরাজ করছে বলে আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন।
তাপপ্রবাহের মাত্রা অনুযায়ী, বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। আর ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে থাকলে তা মাঝারি তাপপ্রবাহ বলে গণ্য করা হয়। এর উপর থেকে ৪২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রির বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়।
গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের অবস্থা বিরাজ করছে। এর আগেও আবহাওয়া অধিদপ্তর একাধিকবার সতর্কবার্তা জারি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কয়েকদিনও এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাই জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news