দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে তাপপ্রবাহ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ একাধিক জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ প্রেক্ষিতে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্তমানে টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, নেত্রকোনা, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, ভোলা ও পটুয়াখালীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
তবে সপ্তাহের কিছুদিন ঝড়ো হাওয়া ও বৃষ্টি/বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোতে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলেছে।
বৃহস্পতিবার ও শুক্রবার প্রধানত রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় অস্থায়ী বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষাংশে আবার বৃষ্টি/বজ্রবৃষ্টি শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমানে দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করছে।
এই তাপপ্রবাহের কারণে দেশব্যাপী জনজীবন বিপর্যস্ত হয়েছে। বিশেষ করে খেতমজুর, শিক্ষার্থী ও গৃহীণীরা বেশি ভুগছেন। নগর এলাকায় বিদ্যুৎ খরচ বেড়েছে। অনেকে গরমের জন্য নানা রোগেও আক্রান্ত হচ্ছেন। ফলে চিকিৎসকরা নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।