জাহাঙ্গীর চৌধুরী রিফাত, সুনামগঞ্জ
সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওয়র পাড়ে অবস্থিত হাতিয়া স্কুল এন্ড কলেজের এবারের এসএসসি পরীক্ষার ফলাফল অতুলনীয়। প্রতিষ্ঠানটি ১৯৭৪ সালে স্থাপিত হওয়ার পর এতটা উচ্চ ফলাফল আর কখনও পায়নি।
২০২৪ সালের এসএসসি পরীক্ষায় হাতিয়া স্কুল এন্ড কলেজের পাশের হার ছিল ৯৮.৭৩ শতাংশ। মোট ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮ জন পাশ করেছে। অন্যদিকে ৩ জন গোল্ডেন জিপিএ অর্জন করেছে। শুধু একজন পরীক্ষার্থীই ব্যর্থ হয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব হেলাল উদ্দিন জানান, তিনি ২০২৩ সালে প্রতিষ্ঠানটিতে যোগদানের পর থেকেই শিক্ষার্থীদের একাগ্রতা এবং অভিভাবকদের সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা করেছেন। আগামী বছরগুলোতে আরও ভালো ফলাফল আশা করা যায়।
প্রতিষ্ঠানটির সাফল্যে এক্ষেত্রের শিক্ষকবৃন্দ ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষার্থীদের মনোযোগ কাজে এসেছে বলে মনে করছেন স্থানীয় অভিভাবকরা। তাঁদের মতে সমন্বিত প্রচেষ্টার ফলেই এমন উচ্চ ফলাফল অর্জিত হয়েছে।
হাতিয়া স্কুল এন্ড কলেজের এই সাফল্য স্থানীয় জনগণের মধ্যে আনন্দের বন্যা বইয়ে এনেছে। অভিভাবকরা ফলাফলটি প্রতিষ্ঠানটির জন্য একটি চমৎকার উপহার হিসেবে বর্ণনা করেছেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news