সাব্বির খান।। পছন্দের মাছটি কিনে দোকানিকে দিলেই কিছুক্ষণ পর প্রায় কিংবা বারবিকিউ হয়েছে মাছ চলে আসে অতিথির প্লেটে।
সামুদ্রিক তাজা মাছের স্বাদ নিতে পারেন খুশি এখানে আগত পর্যটকরা।পছন্দের খাবার ফ্রেশ হওয়ায় দাম কোন বিষয় নয় বলেও জানান তারা।
সন্ধ্যা নামলেই সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব পশ্চিমের দিকে দুই পাশের দোকান গুলোতে শোভা পাচ্ছে বিভিন্ন সামুদ্রীক ও নদনদীর টাটকা মাছ
শুধু দেশ থেকে নয়! পদ্মা সেতু চালু হওয়ার পর বিদেশি পর্যটকদের সমাগম ও প্রতিনিয়ত বাড়ছে সাগর কন্যা কুয়াকাটায়!
অনেকে আবার দামাদামী করে কিনেন এখানে বিক্রি হওয়া সামুদ্রিক মাছ গুলো! আর দামাদামীর এই বিষয়টি অনেক উপভোগ ও করেন সকলে।
পর্যটকদের ভীর বাড়ায় অনেক খুশি কুয়াকাটা সৈকতের আশেপাশের ব্যবসায়ীরা!
তাইতো পর্যটকদের পছন্দের মাছ সরবরাহ করতে সর্বোচ্চ চেষ্টা করেন তারা!
প্রতিদিন সন্ধ্যা নামলে সৈকতের পাশের ফিশ ফ্রাইয়ের দোকানে ভির বারতে থাকে পর্যটকদের।
সামুদ্রিক মাছ খেতে এসে সিরিয়ালেও দাড়াতে হয় অনেককে!
সামুদ্রিক ও নদনদীর মাছ ছাড়াও বিভিন্ন মৌসুমি ভিত্তিক মাছ মেলে এখন সৈকত পাড়ের এই মাছের দোকান গুলোতে।
কুয়াকাটায় ভ্রমনে আসা বিভিন্ন পর্যটকদের পছন্দের খাদ্য তালিকায় আছে বিভিন্ন সামুদ্রিক ও নদনদীর মাছের বার্বিকিউ,ফ্রাই ও কাকড়া! সাথে রয়েছে স্থানীয় ভাবে তৈরি করা মুখরোচক সস!
তাইতো বড়দের পাশাপাশি বাচ্চারাও বেশ উপভোগ করছে সামুদ্রিক এই মাছ ভাজা!
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news