মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০০০ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর এইচ এল প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার, ১২ নভেম্বর সকাল ১০টায় ধনিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০০০ জন উপকারভোগীর মাঝে চারা গাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান। জিজেইউএস-এর পরিচালক (কর্মসূচি) অ্যাডভোকেট বিথী ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জিজেইউএস আর এইচ এল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ আনিসুর রহমান (টিপু), কারিগরি কর্মকর্তা এস. এম. সাকিবুল ইসলাম এবং অন্যান্য সহকারী কারিগরি কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা উপকূলের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফলজ ও ঔষধি গাছের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উপস্থিত উপকারভোগীরা বিনামূল্যে গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এগুলো যত্নসহকারে পরিচর্যা করে উৎপাদনের আগ্রহ প্রকাশ করেন।
চারাগুলোর মধ্যে রয়েছে নারিকেল, কদবেল, পেয়ারা, নিম, সফেদা, সুপারি সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছ । প্রতি জন কে সকল প্রজাতি মিলিয়ে ৮টি চারা প্রদান করা হয়। এর মাধ্যমে উপকারভোগীদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার লক্ষ্যও বাস্তবায়িত হবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news