এবার তারেকের নেতৃত্বের ওপর অনাস্থা জানালো বিএনপির জোটের শরিকরাও

নিজ দলে তো বটেই, শরিক নেতারাও লন্ডনে পলাতক বিএনপি নেতা তারেক রহমানের খবরদারিতে বিরক্ত। তারেকের হঠকারীতা, অদূরদর্শী নির্দেশনা যে কাজে আসছেনা, দাবি আদায় হচ্ছেনা, বারবার হোঁচট খাচ্ছে আন্দোলন, এসব তুলে ধরেছেন তারা। জোটের শরিক একটি ইসলামি দলের নেতা তারেককে ডামি নেতা বলে উপহাসও করলেন। গত সপ্তাহে জুম মিটিংয়ে সেই নেতা ক্ষোভ উগরে দিয়ে বলেন, বিএনপি ডামি নেতা দিয়ে দল চালায়। আমরা এমন নেতার নেতৃত্ব চাই না। বিএনপির চাপে উপজেলা নির্বাচনও করতে পারিনি। অথচ আমাদের কর্মীরা নির্বাচনের জন্য প্রস্তুত ছিল। এভাবে চললে রাজনীতি করার দরকার কী?

শরিক দলগুলোর এমন মনোভাব বিব্রত করেছে উপস্থিত বিএনপি নেতাদের। আর মিটিংয়ে যাকে তাকে কথা বলার সুযোগ দেওয়ায় বিরক্তি প্রকাশ করে তড়িঘড়ি করে সেদিন মিটিং শেষ করেন তারেক।

শরিকদের এক নেতা বলেন, সভায় আমরা অনেক পরামর্শ দিই, কিন্তু বিএনপি নেতারা এসব কানে তোলেন না। তারা নিজেরা কোনো পরামর্শ দেন না, তাকিয়ে থাকেন লন্ডনের দিকে আর তারেকের কথায় হুজুর হুজুর করেন। এভাবে রাজনৈতিক জোট চলতে পারেনা। তারেকের নেতৃত্ব অকার্যকর। একই অভিযোগ করেন গণতন্ত্র মঞ্চ জোটের শরিক আরেকটি দলের নেতাও। তাদের কথায় স্পষ্ট, শরিক দলগুলোতে তারেকের বিরুদ্ধে অসন্তোষ ও নেতৃত্বের প্রতি অনাস্থা রয়েছে। আগে অভিযোগগুলো চাপা থাকলেও এখন সবাই প্রকাশ্যে বলছেন। এমনকি বিএনপির সিনিয়র নেতারাও ঘরোয়া আলাপে তারেকের নেতৃত্বে বিরক্তি প্রকাশ করছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলন করলেও বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ, তারা শরিক দলগুলোর প্রধান নেতাদের নাম দূরে থাক, অনেক দলের নামই জানেন না। জোটের সভায় তাদের সাথে মনিব-চাকরের মত আচরণ করেন বিএনপি নেতারা। ছোট দলগুলো কথা বলারও সুযোগ পায় না। অনেকসময় কেউ কিছু বলতে চাইলে তারেকের সামনেই বিএনপি নেতারা থামিয়ে দেন। বিএনপির এমন কর্তৃত্ববাদী আচরণে অসন্তুষ্ট শরিকরা। শরিক নেতাদের মতে, রিমোট কন্ট্রোল দিয়ে লন্ডন থেকে আন্দোলন চালানো যাবে না। কার্যকর আন্দোলন গড়ে তুলতে চাই সক্রিয় স্থানীয় নেতা, যিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন। আর এমন নেতা বিএনপিতে নেই। বিএনপি যদি জোট টিকিয়ে রাখতে চায়, তবে তারেক রহমানের বিকল্প কাউকে নেতৃত্বে আনতে হবে। নইলে জোট ভাঙতে সময় লাগবেনা।

সংবাদটি শেয়ার করুনঃ

Facebook
WhatsApp
Telegram
Twitter
LinkedIn
Email
Print

আরও পড়ুনঃ

নিয়ামতপুর উপজেলায় বি,এন,পি দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এম,এ,মান্নান,নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি নওগাঁ জেলার

জয়চন্ডী ইউপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়া

কমলগঞ্জে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের কমলগঞ্জে

মৌলভীবাজারে কমলা চাষে সাফল্য

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের জুড়ী

কয়রায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় স্বামীকে মেরে গুরুত্বর আহত করার অভিযোগ

আবুবকর সিদ্দিক, কয়রা উপজেলা প্রতিনিধি খুলনা জেলার কয়রা

মাধবপুর আদাঐরে শ্রী শ্রী তারকব্রক্ষ ৫২তম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত।

মোঃআল আমিন ,মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি বিশ্বের সকল

আরটিভি’র কথিত সাংবাদিকসহ মাদক সম্রাট সাগরের বাড়ি থেকে গ্রেপ্তার-৩

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি আরটিভি’র মৌলভীবাজার

প্রধান সংবাদ

মায়েদের উৎসাহিত করতে ভোলায় মা সমাবেশ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি ভোলা সদর উপজেলার

ভোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণের সমাপনি

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি ভোলায় প্রতিবন্ধী

কুয়াকাটায় এক ইলিশের দাম উঠলো প্রায় ৭ হাজার টাকা

উপজেলা প্রতিনিধি, কলাপাড়া(পটুয়াখালী) পটুয়াখালীর

উড়ছে বি এন পি নেতার খোলা চিঠি !

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী, লালমনিরহাট কুড়িগ্রাম জেলার

হাসিনার প্রসাশনিক এজেন্টরা ইউনূস সরকারকে সফলে বাঁধা;রিজভী

তিমির বনিক,মৌলভীবাজার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব

জামায়াত ইসলামী বাংলাদেশ এর সমাবেশে মানুষের ঢ়ল

এম,এ,মান্নান, নিয়ামতপুর, নওগাঁ নওগাঁ জেলার নিয়ামতপুর

উপকূলে মাঝারি বৃষ্টিপাত, ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল

মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয়