মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
ঢাকা মহানগরীতে নিম্ন আয়ের মানুষদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাটারিচালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, সম্প্রতি ঢাকার বিভিন্ন অলিগলিতে দাপিয়ে বেড়ানো বিপজ্জনক ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নিম্ন আয়ের মানুষের চলাচলের সুবিধার্থে এগুলো চালু রাখার পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ঢাকায় ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা, ভ্যান এবং জরাজীর্ণ মোটরযান চালানো বন্ধ না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশের পর এখন ব্যাটারিচালিত রিকশাগুলো চলাচল করতে পারবে।
নিম্ন আয়ের মানুষদের চলাচলের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news