অনলাইনে গুজব ছড়ানো প্রতিরোধে প্রযুক্তিগত পদক্ষেপ হিসেবে হোয়াটসঅ্যাপ নতুন একটি সেবা চালু করতে যাচ্ছে, যার নাম ‘সার্চ অন ওয়েব’। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটবক্সে প্রাপ্ত যেকোনো ওয়েবসাইটের লিংক বা সংবাদের সত্যতা যাচাই করতে পারবেন সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে। বর্তমানে এই সুবিধা পরীক্ষামূলকভাবে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৪.২০.২৮ বেটা সংস্করণে কিছু ব্যবহারকারীর জন্য উপলব্ধ করা হয়েছে। প্রাথমিক প্রতিক্রিয়া ও মতামতের ভিত্তিতে সুবিধাটি শিগগিরই সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
ডব্লিউএবেটাইনফোর (WABetaInfo)-এর তথ্য অনুসারে, ‘সার্চ অন ওয়েব’ চালু হলে ব্যবহারকারীরা সরাসরি গুগলে ওয়েবসাইটের লিংক আপলোড করে যাচাই করতে পারবেন এটি ভুয়া কি না। ভুয়া তথ্য এবং সন্দেহজনক ওয়েবসাইটের লিংক পাঠানোর মাধ্যমে গুজব ছড়ানোর প্রবণতা রোধ করাই এই নতুন উদ্যোগের মূল উদ্দেশ্য।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপে প্রায়ই ভুয়া ওয়েবসাইট লিংক এবং বিভ্রান্তিকর তথ্য আদান-প্রদান হয়, যা অনেকে না বুঝেই অন্যদের সঙ্গে শেয়ার করেন। এই নতুন সেবাটি ব্যবহারকারীদের অন্যদের পাঠানো তথ্যের সত্যতা দ্রুত যাচাই করতে সহায়ক হবে, যার ফলে গুজব ছড়ানো কমবে।
এ ধরনের নতুন প্রযুক্তি ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news