ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
ইসরায়েলি বাহিনীর নিরবচ্ছিন্ন হামলায় গাজায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কমপক্ষে ৩৬ হাজার ৪৭৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৮২ হাজার ৭৭৭ জন।
ইসরায়েলি সেনাদের হাত থেকে বাঁচতে গিয়ে রাফাসহ গাজার বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ মানুষ পালিয়ে যাচ্ছেন। তাদের অনেকেই এখন আশ্রয়হীন। খাদ্য, পানি ও চিকিৎসা সেবার তীব্র সংকটের মধ্যে পড়েছেন তাঁরা। ইউএনআরডব্লিউএ’র তথ্য মতে, রাফার ৩৬টি আশ্রয় কেন্দ্রের সবগুলোই এখন খালি পড়ে আছে।
এদিকে ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধ বিরতির একটি নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করেছেন, হামাস যদি এতে রাজি থাকে তবে ইসরায়েলও তা মেনে নেবে।
প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ছয় সপ্তাহে ইসরায়েলি সেনারা গাজা ছেড়ে যাবে, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে এবং উভয় পক্ষের বন্দী বিনিময় করা হবে। তবে ইসরায়েলের কয়েকজন মন্ত্রী ইতিমধ্যেই এর বিরোধিতা করেছেন।
ফিলিস্তিন-ইসরায়েল সংকটের এই নাজুক মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। একইসঙ্গে দীর্ঘস্থায়ী শান্তির পথ খুঁজতে রাজনৈতিক উদ্যোগগুলোকে আরও জোরদার করতে হবে।