রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড লু যেখানে বাংলাদেশের সম্পর্ক পুনর্গঠনের কথা বলছেন সেখানে কীভাবে আনসারীর মতো ব্যক্তিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে রাজনৈতিক প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়।
সম্প্রতি জানা গেছে, বার্তা সংস্থা ইউএনবির নামে ভুয়া সাংবাদিকতা করতেন আনসারী। খালেদা জিয়ার এই সাবেক প্রেস কর্মকর্তা নিজেকে ইউএনবির রাজনৈতিক প্রতিবেদক হিসেবে পরিচয় দিলেও সংবাদ সংস্থাটি জানিয়েছে, তিনি কখনোই রাজনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করেননি। এরপরেও তাঁকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রবেশ করতে দেওয়া হয় এবং তিনি প্রশ্নও করার সুযোগ পান।
এর আগেও আনসারী তার অ্যাক্রিডিটেশন কার্ডের অপব্যবহার করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের কাছে বারবার বিএনপির ভারপ্রাপ্ত প্রধানকে বড় করে দেখানোর চেষ্টা করেছেন। সেইসঙ্গে দলটির সহিংসতাকে তুচ্ছ করে দেখিয়েছেন। আর প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন কর্মকর্তাদের ভুল উদ্ধৃতি দিয়েছেন।
https://www.observerbd.com/news.php?id=458260
এদিকে ডেইলি স্টারের সম্পাদকও ২০০৭ সালের সেনা সমর্থিত অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারকে বৈধতা দিতে কাজ করেছেন। ওই সময় তিনি শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন ছাপানোর কথা স্বীকার করেছেন।
https://apnews.com/50428557160e4369bb2237708ffbd8c0