প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরও সহজ সম্পর্ক গড়ে তুলতে উপসাগরীয় ৬টি দেশ নতুন ‘জিসিসি গ্র্যান্ড ট্যুর’ ভিসা চালু করছে
ইউরোপের শেনজেন ভিসার মতো একটি ভিসায় সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সৌদি আরব, বাহরাইন এবং কুয়েতে ভ্রমণ করার সুযোগ থাকবে পর্যটকদের।
ডুবাই, ১৪ মে: পর্যটকদের আকর্ষণের লক্ষ্যে উপসাগরীয় ৬টি দেশ নতুন একটি সামষ্টিক ভ্রমণ ভিসা চালু করার পরিকল্পনা নিয়েছে। এটি ইউরোপীয় ইউনিয়নের শেনজেন ভিসার মতো একটি ব্যবস্থা হবে। ‘জিসিসি গ্র্যান্ড ট্যুর’ নামে এই ভিসায় সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সৌদি আরব, বাহরাইন ও কুয়েতে ভ্রমণের সুযোগ থাকবে।
সম্প্রতি আরাব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী এই উদ্যোগের কথা জানিয়েছেন। জিসিসি (উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল) অঞ্চলের মধ্যে ভ্রমণকে সহজ করা এবং পর্যটন খাতকে চাঙ্গা করাই এর মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।
ভ্রমণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এক দেশে কয়েক দিন ভ্রমণের জন্য প্রতি ব্যক্তির খরচ হবে প্রায় ১৫০০ দিরহাম থেকে শুরু করে। আর তিনটি দেশে ভ্রমণ করলে খরচ হতে পারে ৪০০০-৫০০০ দিরহামের মতো। এতে থাকবে বিমান ভাড়া, হোটেল ভাড়া, খাওয়া-দাওয়া ও স্থানীয় পরিবহনের খরচ।
সরকারি হিসাব মতে, এই নতুন ভিসা ব্যবস্থা চালু হলে ২০৩০ সালের মধ্যে অঞ্চলটিতে পর্যটকসংখ্যা দাঁড়াতে পারে প্রায় ১২৯ মিলিয়নে। এটি উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।
ভ্রমণ সহজীকরণ ও লাগসই পর্যটন প্রসারে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ভাল পরিকাঠামো গড়ে তোলা, নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রযুক্তিভিত্তিক পরিষেবা প্রদান করতে হবে বলেও মত দেন তারা।