গাজা যুদ্ধে ইসরায়েলের ব্যবহৃত মার্কিন অস্ত্রের মাধ্যমে মানবিক আইন লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের রাফায় স্থলহামলার পরিকল্পনার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে একটি অস্ত্র চালান বন্ধ করেছে এবং সামনের দিনে আরও অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে। অন্যদিকে ইসরায়েল দাবি করছে, রাফায় হামাসের গুরুত্বপূর্ণ কয়েকটি ঘাঁটি রয়েছে যা তাদের চূড়ান্ত বিজয়ের পথে বাধা। এ নিয়ে দু'মিত্রদেশের মধ্যে টানাপোড়েন চলছে। পশ্চিমা বিভিন্ন দেশ ইসরায়েলের রাফা অভিযানের বিরোধিতা করায় এই টানাপোড়েন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news