মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ওপর জারি করা নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, এই বিষয়ে নতুন একটি প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যেই জারি করা হতে পারে।
শিশির মনিরের দাবি, জামায়াত ও শিবিরের ওপর যে অভিযোগ এনে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটি তদন্ত করে দেখেছে যে, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এ কারণে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টা মিলে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করেছিল সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ধারা ১৮(১) এর আওতায়। তবে ৫ আগস্ট সরকারের পতনের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শিগগিরই এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news