-লেখক : মো. রাওফুল বরাত বাঁধন ঢালী
এ কি অদ্ভুত স্বাধীনতা হে প্রভু,
মানবতা যেথায় অসহায়,
বুকের তাজা রক্তে কিনা বুলি
তাহাও লুকাতে হয়।
পৃথিবীর স্রষ্টার সৃষ্টির ন্যায়,
সাদা কালোর সংমিশ্রণে
সাদারই কদর বেশি হয়।
ছলে বলে কৌশলে করিতে ধর্ষন
দেয় তারা দর্শন,
তবুও তাঁহার কদর খানা বেশি রয়।
আলো হয়ে জ্বলছে প্রদীপ,
বিলিন হবে কাল কালো,
পতাকা তোমার আঁকড়ে ধরো হে বীর,
প্রয়োজনে জিহাদ করো।
কিসের মালিক কিসের প্রজা,
বিলীন করো কাগজ প্রথা,
এ ভূমির মালিক মোর একক খোদা
বিলুপ্ত করো কাগজ প্রথা।
ফিরিয়ে যদি চাও স্বাধীনতা,
ঘোষণা করো কোরআনের আইনের কথা।